দীপ্তেন্দু চক্রবর্তী
দীপ্তেন্দু চক্রবর্তীর জন্ম ২৫ ডিসেম্বর ১৯৪৮। স্নাতক হওয়ার পরপরই পারিবারিক অর্থনৈতিক চাপে সরকারি চাকুরিতে যোগ দেন। অতঃপর সাইকেলে চেপে লন্ডন যাত্রার দুঃসাহসিক সিদ্ধান্ত। কলকাতায় শুরু সেই গল্পের বিবরণ আছে ‘গঙ্গা থেকে নায়াগ্রা’ নামের তাঁর প্রথম আত্মজৈবনিক গ্রন্থে। সেই বইয়ের ভূমিকা লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সাথেও তাঁর ছিল বিশেষ সংযোগ। সিনেমা নিয়ে দীপ্তেন্দু লিখেছেন ‘সিনেমা নিয়ে কথা’ বইটি। ২০১০ সালে প্রকাশিত হয় ‘টরন্টোর চিঠি’। ‘ভ্যাগাবন্ডের ডায়েরি’ প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে। জেদি, স্পষ্টবক্তা অথচ স্নেহপ্রবণ দীপ্তেন্দু দীর্ঘকাল কানাডার টরন্টো শহরের বাসিন্দা। পৃথিবী ভ্রমণের অভিজ্ঞতার কথা স্বাদু গদ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন তাঁর লেখায়।